প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

গতকাল শুক্রবার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রথম পাতায় “পুরানবাজারের রফিকের নেতৃত্বে পুরানবাজারে ট্রাক বোঝাই ভারতীয় চিনি এনে রমরমা বাণিজ্য!” শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ ও ব্যাখ্যা জানিয়েছেন পুরানবাজারস্থ ব্যবসায়ী রফিক মিজি।

তিনি প্রতিবাদ লিপিতে বলেন, আমার নামে মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে পত্রিকার প্রতিনিধিকে দিয়ে সংবাদ প্রকাশ করেছে । প্রকাশিত সংবাদের আমাকে অযথা জড়ানো হয়েছে । প্রকাশিত সংবাদের শুধুমাত্র আমার অংশের প্রতিবাদ জানাই ।

চিনি ব্যবসার সাথে আমি জড়িত নই । আমার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা-ভাঙচুর ও সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ মিথ্যা। পুরানবাজারে জোরপূর্বক স্ট্যাম্প ও চেক হাতিয়ে নিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করেছি এমন কোন অভিযোগ কেউ প্রমান করতে পারবে না। ভারতীয় চিনি চাঁদপুরে কালোবাজারীর সাথে কখনো আমি জড়িত ছিলাম না এবং জড়িত নই। তাই প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানাচ্ছি ।

নিবেদক,
রফিক মিজি
ব্যবসায়ী
পুরানবাজার চাঁদপুর ।
(বিজ্ঞাপন )

সম্পর্কিত খবর