স্টাফ রিপোর্টার : মানবতার সেবায় ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন এই প্রতিপাদ্যকে ধারণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়ন ২নম্বর ওয়ার্ড কমিটির আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্বতরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান ।
এ সময় সম্মেলনে তিনি বলছেন, জামায়াতে ইসলামী তার দলের নয় আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলে। এদেশের মানুষের শান্তি ও মুক্তি সহ ভোটাধিকার ও নিরাপত্তার জন্য সব সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দগণ জীবন দিয়ে কাজ করে যাচ্ছে। বিগত অত্যাচারী সরকারের বিভিন্ন কার্যকলাপে এদেশের মানুষ অতিষ্ঠ হয়েছিল।মানুষের মনে চরম ক্ষোভ বিরাজ করছিল।
৫ই আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে এই অত্যাচারী শাসক গুষ্টির বিদায় হয়েছে। আল্লাহ তাআলা মক্কায় অত্যাচারী শাসক গোষ্ঠীর হাত থেকে আবাবিল পাখির মাধ্যমে কাবা শরীফ রক্ষা করেছেন।তেমনিভাবে আমাদের এই দেশে ছাত্র-জনতার মাধ্যমে এদেশের মানুষের মুক্তির জন্য অনেকে জীবন দিয়ে, রক্ত দিয়ে, এই দেশকে ফ্যাসিবাদ দের হাত থেকে রক্ষা করেছে।
শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ শত শত ছাত্র জনতা রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়নি, এবং পালাতে পারিনা। মহান আল্লাহর রহমতে ছাত্র সমাজ তাদের এদেশ থেকে তারিয়ে দিয়েছে। এবার দেশের জনগণের মুখে আওয়াজ উঠেছে বড় দুই দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী এদেশের মানুষকে সাথে নিয়ে একটি সুন্দর ও কল্যাণকর রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। তরপুরচন্ডী ইউনিয়ন জামায়েত ইসলামের সভাপতি মোঃ কামাল সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি প্রফেসর মোঃ রুহুল আমিন।
ইউনিয়ন জামায়াত নেতা ইমরান হোসেন খানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে চাঁদপুর সদর উপজেলা জামায়েত ইসলামের আমির মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর বন্দুকশী প্রমুখ ।
সম্মেলনে স্থানীয় জামাত ইসলামের নেতৃবৃন্দ সহ আমন্ত্রিত অতিথি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্তি হয়।