ইব্রাহিম খান : ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে সফল ও শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি।
গতকাল ১ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভা প্রধানের বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।এসময় তিনি, ৭ নভেম্বরের কর্মসূচি যেন সফল ও শান্তিপূর্ণ হয় সেজন্য নেতাকর্মীদের নিদর্শনা দেন এবং বিভিন্ন জনকে দায়িত্ব বন্টন করে দেন।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমের পরিচালনায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উস সালাম, আক্তার হোসেন মাঝি, শাহজালাল মিশন, অ্যাড. হারুনুর রশীদ, অ্যাড. জাহাঙ্গীর সোহেন খান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশাররফ হোসেন, বিশেষ পিপি অ্যাড. সামছুল ইসলাম মন্টুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় ৭ নভেম্বর বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জমায়েত এবং সেখানে আলোচনা সভা ও পরপরই বন্যার্ট্য রেলি করার সিদ্ধান্ত হয়।