কচুয়া উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াত ইসলামীর জনসমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া:দেশকে দূর্নীতিমুক্ত করতে ইসলামি শাসন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

শুক্রবার বিকেলে কচুয়া উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াত ইসলামীর আয়োজনে নোয়াগাঁও মার্কেট এলাকায় জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

তিনি বলেন, আজকের সমাজ থেকে এখনো ঘুষ, চাঁদাবাজি,টেন্ডারবাজি বন্ধ হয়নি। বিভিন্ন অফিস আদালতে এখনো ঘুষের বানিজ্য হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম একটি সোনার বাংলাদেশ ও সুন্দর সমাজ তৈরি করতে চায়। যে বাংলাদেশে কোন দুর্নীতি,সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজি থাকবে না। সুন্দর একটি সমাজ ও দেশ উপহার দিতে হলে আলাহ ও তার রাসুল যে সোনার মানুষগুলো দিয়ে সমাজ তৈরি করেছিলেন,সে সোনার মানুষ গুলো প্রয়োজন। আর তাই সোনার মানুষগুলো তৈরি করতে বাংলাদেশ জামাত ইসলামী দল কাজ করছেন।

কচুয়া উত্তর ইউনিয়ন জামায়েত ইসলামীর আমির অধ্যাপক মোঃ এমদাদ উল্যাহ’র সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি হাফেজ ইয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা মুহাদ্দিস আবু নছর আশরাফী, কচুয়া উপজেলা আমীর এডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক হাফেজ দেলোয়ার হোসেন, বিতারা ইউনিয়নের আমির মাওলানা মোঃ নাসির উদ্দিন মোল্লা, সেক্রেটারি হযরত মাওলানা মোজাম্মেল হক সহ আরো অনেকে।

এসময় কচুয়া উত্তর ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর