মহসীন হোসাইন : নাশকতা মামলায় চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি আতাউর রহমান রাজু পাটোয়ারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে মডেল থানার ওসি বাহার মিয়ার নেতৃত্বে মডেল থানা পুলিশ চান্দ্রা বাখরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। আটক আতাউর রহমান রাজু পাটোয়ারী বাখরপুর গ্রামের মৃত সোলেমান পাটোয়ারীর ছেলে।
অভিযোগ রয়েছে,আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: নুরুল ইসলাম নাজিম দেওয়ানের ভাগিনা পরিচয় দিয়ে এলাকায় রাম রাজত্ব কায়েম করেছে। চাঁদপুরে মামা উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ানের পরিচয় টেন্ডারবাজি চাঁদাবাজি সহ অনেক অপকর্মের ঘটনা ঘটিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর নির্মমভাবে হামলা চালায় পুলিশের হাতে আটক হওয়া রাজু পাটোয়ারী। অবশেষে পুলিশ রাজুকের গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া দৈনিক চাঁদপুর খবরকে জানান, চাঁদপুরে নাশকতা মামলায় অনেক আসামি গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে। নাশকতা মামলায় চন্দ্রা ইউনিয়ন থেকে রাজু পাটোয়ারীকে গ্রেফতার করা হয়েছে।