আয়না ঘর থেকে ফেরা দুঃসহ স্মৃতি বয়ে বেড়ান যুবদল নেতা পলাশ

স্টাফ রিপোর্টার : ২০১৩ সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির বাসভবনে বোমা রাখার অভিযোগে গুম হন ততকালীন সদর থানা ছাত্রদলের নেতা শেখ ফরিদ আহমেদ পলাশ।

৩৭ দিনের দুঃসহ স্মৃতি মনে পড়লে এখনো আতকে উঠেন। ছোট একটি কক্ষে চোখ বাধা অবস্থায় ছিলেন। দোয়া দরুদ পড়ে সময় কাটাতেন। কেন এনেছে কি জন্য এনেছে কিছুই জানতেন না তাহারা। সে সময় চাঁদপুর থেকে ছাত্রদলের দু’নেতাকে আটক করা হয়।

একজন ছিলেন শেখ ফরিদ অপরজন ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের ততকালীন নেতা রফিক মিজি। চাঁদপুর বিএনপির দুঃসময়ের কান্ডারী মাঠ পর্যায়ের ত্যাগী এ যুবনেতা একান্ত সাক্ষাৎকারে বলেন, ২০১৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ চাঁদপুরের এ নেতাকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির বাসায় বোমা হামলার সাজানো অভিযোগে গুম করে নিয়ে যায়।

ঐ সময়ে ঢাকা থেকে ডিজিএফআইয়ের সদস্যরা চাঁদপুর থেকে চোখ বেধে উঠিয়ে নিয়ে যায়। ৩৭ দিন আয়না ঘরের মতো ছোট একটি কামড়ায় আটকিয়ে রাখে।

৩৭ দিন পর ২৮ টি মামলায় কোর্টে চালান দেয়। তখন টিভির স্ক্রলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনির বাসায় বোমা রাখার দায়ে আমাদেরকে আটক দেখালে স্বজন ও দলীয় লোকজন জানতে পারে। সৈরাচার হাসিনা সরকারের আয়না ঘর থেকে যে বেঁচে ফিরে আসবো তা ভাবতে পারিনি। এক এগারো থেকে শুরু করে জেল, মামলা, হামলা, রিমান্ড ও গুমের শিকার হয়েছেন জেলা ছাত্রদলের দুঃসময়ের কান্ডারী সফল এ যুবদল নেতা শেখ ফরিদ।

২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে আঞ্চলিক কমিটির ছাত্রদলের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০০৩ টেকনিক্যাল স্কুল কারিগরি ভোকেশনাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কমিটির নির্বাচিত ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

২০০৫ সাল চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ১/১১ শফিকুর রহমান ভূঁইয়া সাবেক পৌর মেয়র এর সাথে রাজনৈতিক সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেন ততকালীন সময়ে এ যুব নেতা। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে মিথ্যা সাজানো বেনেটি বেগ চুরি মামলার প্রতিবাদে চাঁদপুর জেলা জর্জ কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন করি।

মানববন্ধন থেকে ৪৮ জনকে আটক করে ডিটেনশন দেওয়া হয়। সেই গ্রেফতারকৃত ৪৮ জনের মধ্যে শেখ ফরিদ ও ছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিন্টুরোড বাসভবন থেকে উচ্ছেদ করলে কোরবানি ঈদের আগে ২০১২ সাল হরতাল পালনকালে পুলিশ ধরে নিয়ে দ্রুত বিচারে সাজা দেয় এ যুব নেতাকে। জেল জুলুমকে পরোয়া করেন না এ যুব নেতা।

আগামী দিনের দেশ নায়ক তারেক রহমানের অপেক্ষায় ১৭ কোটি মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা আহত হয়েছেন তাদের সু চিকিৎসায় ইউনুছ সরকারের প্রতি আহবান জানিয়েছেন।

সম্পর্কিত খবর