মহসিন হোসাইন: চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
৩১অক্টোবর(বৃহস্পতিবার) চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড সংলগ্ন স্বর্নখোলা মাঠের পশ্চিম পাশে খালি মাঠে ঘাসের উপর থেকে মডেল থানা পুলিশের সহযোগিতায় ১টি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এসময় চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করা হয়। যার জিডি নাম্বার নং-১৯৫৮।
পরে এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া দৈনিক চাঁদপুর খবরকে জানান- চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ শাহজাহান, বিপি- ৭৬৯৫১৫৭৩৩ সঙ্গীয় ফোর্সসহ শহরের মধ্যে গত ৩১/১০/২০২৪ ইং তারিখ রাতে ডিউটি চলাকালে এক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সদর থানাধীন পৌরসভাসস্থ বাস স্ট্যান্ড সংলগ্ন স্বর্নখোলা মাঠের পশ্চিম পাশে খালি মাঠে, ঘাসের উপর ১টি আগ্নেয়াস্ত্র পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
সংবাদ পাওয়া মাত্রই সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়াকে বিষয়টি মোবাইল ফোনে জানানো হলে ওসি বাহার মিয়া দ্রুত পুলিশ পরিদর্শক (তদন্ত)-রাজীব চক্রবর্তী, এসআই- মোঃ আকরাম হোসেন, এসআই- মোঃ কামাল উদ্দিন এবং সঙ্গীয় ফোর্সসহ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ৩১/১০/২০২৪ তারিখে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঐ ঘটনাস্থল এলাকায় তল্লাশী করে ৩১/১০/২০২৪ তারিখ বিকাল ৫টার সময় (ক) ১টি দেশীয় তৈরী এলজি, যাহার লম্বা ব্যারেল ও বাটসহ ৪৫ সেঃ মিঃ। যা সচল ও কালো রংয়ের, (খ) ৩টি কার্তুজ, যাহার দুইটির রং সবুজ ও ১টি কমলা রংয়ের পাওয়া যায়।
এরপর ঘটনাস্থল থেকে আলামত সমূহ উদ্ধার করে (আমার) ওসি মোঃ বাহার মিয়া নির্দেশক্রমে এসআই-মোঃ শাহজাহান সাক্ষীদের সম্মুখে জব্দকৃত তালিকা অনুযায়ী অস্ত্রটি জব্দ করেন এবং সাক্ষীদের স্বাক্ষর গ্রহন করেন।
এসময় ওসি মোঃ বাহার মিয়া আরো বলেন, এই বিষয়ে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হইয়াছে। পরিত্যাক্ত অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি নিশ্চিত করেন। তবে এই বিষয়ে কারো বিরুদ্ধে কোনো তথ্য প্রদান বা আলামত পাওয়া যায় নি। তাই কাউকে গ্রেফতার করা হয়নি।