হাজীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজী আটক

হাজীগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মাইনুদ্দিন মিয়াজীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তাকে একটি ভাংচুর মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে হাজীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিমের ইলেকট্রনিক্স দোকান ভাংচুর ও নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকার মালামাল লুটপাটের ঘটনায় দায়েরকৃত মামলায় সাবেক কাউন্সিলর মাইনুদ্দিন মিয়াজীকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আটককৃত মাইনুদ্দিন মিয়াজীকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

সম্পর্কিত খবর