চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।
ওই প্রজ্ঞাপনে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার করা হয়েছে।
তিনি গত ১২ জুন ২০২৩ খ্রি. তারিখে চাঁদপুর কর্মস্থলে যোগদান করেন।
একই প্রজ্ঞাপনে দেশের আট জেল সুপারকে বদলি করেছে সরকার। কারা অধিদপ্তরের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তাদের বদলি করা হয়।