
স্টাফ রিপোটার : চাঁদপুরে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন বিষয়ক আইনজীবীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার ( ৩০ অক্টোবর ) দুপুরে চাঁদপুর শহরের প্রেসক্লাব সংলগ্ন একটি প্রশিক্ষণ কেন্দ্রে অভিবাসন কর্মীদের নিরাপদ অভিবাসন ও ন্যায় বিচারে অভিগম্যতা বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেয় চাঁদপুরের আইনজীবীরা।
সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে হেলভেটাস বাংলাদেশের সহায়তায় বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি (বিএনডব্লিউএলএ) এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে জেলার ২০ জন আইনজীবী অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুর জেলা লিগ্যাল এইডের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী জজ জিহান সানজিদা। তিনি তার বক্তব্য বলেন নিরাপদ অভিবাসন এর তথ্য তুলে ধরা, অভিবাসন আইনের ব্যাপক প্রয়োগের উপর গুরুত্ত্ব দিতে হবে। আইনজীবিদের মাধ্যমে জনগণের কাছে এই তথ্যসমূহ পৌঁছে দেয়া সহ এবং আইনগত সহায়তা প্রত্যাশী অভিবাসনকর্মীদের প্রত্যাশিত সেবা প্রদান করার বিষয়ে ভূমিকা পালন করলেই অভিবাসীকর্মীরা ন্যায় বিচার পাবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাড. এ এন এম মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাড. জনাব বদরুল আলম চৌধুরী, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবি সমিতির সদস্য ও সিম্স প্রকল্পের আইনজীবি অ্যাড: ফেরদৌস নিগার।
প্রশিক্ষণে আরোও বক্তব্য রাখেন প্রকল্পের প্যানেল আইনজীবি ও বিএনডব্লিউএলএর সদস্য জেলা জজ আদালতের পিপি অ্যাড. কোহিনুর বেগম। এ প্রশিক্ষণে ফ্যসিলিটেটর এর দায়িত্ব পালন করেন অ্যাড: তানভিয়া রোজলিন সুলতানা।