ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥ কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনিগাছা বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে।
ঘটনাস্থলে সরে জমিনে গেলে মাসনিগাছা বাজারের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মো. জসিম উদ্দিন জানান, মঙ্গলবার রাতে বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ‘মাহি’ নামের হোটেলটি পুড়ে ছাই হয়ে গেছে। আমার আর কিছু রইল না। হোটেলে যে মালামাল ছিল তার ক্ষতির পরিমাণ প্রায় ৭-৮ লক্ষ টাকা।
ফার্মেসি ব্যবসায়ী হাবিবুর রহমান জানান, তার ফার্মেসির সকল ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। আরেক ব্যবসায়ী আরিফের বৈদ্যুতিক মালামালের গোডাউনও পুড়ে ছাই হয়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। এছাড়া মো. সেলিম খন্দকারের ফার্ণিচারের দোকান প্রায় ১২ লক্ষ টাকার মালামাল ও মাওলানা আবু সাঈদের রাইস মিল ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকার ধান-চাউল সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থরা জানান, তাদের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। রাতের কোন এক সময়ে হঠাৎ স্থানীয়রা আগুনের লেলিহান শিখা দেখে ডাক-চিৎকার দিলে আস-পাশের মানুষ ও কচুয়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌছার পূর্বেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।
ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মাহাতাব মন্ডল জানান, মাসনিগাছা এলাকায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে ঘটল তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটতে পারে।