শাহমাহমুদপুরে অসহায়দের মাঝে ন্যায্য মূল্যের টিসিবি পণ্য বিক্রয়

মাসুদ হোসেন : বাজার নিয়ন্ত্রণ ও স্বল্প আয়ের মানুষকে সহযোগিতা করার লক্ষে সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নেও ন্যায্য মূল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রয় করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ১’হাজার ২’শ ৪২জন পরিবার ৪৭০ টাকার বিনিময়ে ২কেজি সয়াবিন তেল, ২কেজি মশারী ডাল ও ৫ কেজি চাল ক্রয় করতে পেরেছেন।

এদিন কার্ডধারীরা যেনো উক্ত পণ্য ক্রয় করতে পারেন সে বিষয়ে সার্বিক সহযোগিতা করেন উক্ত ইউনিয়ন বিএনপি সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে কিছু সংখ্যক নিবন্ধিত কার্ডধারী না আসায় পরবর্তীতে আইডি কার্ডের মাধ্যমে উক্ত পণ্য ক্রয়ের সুযোগ পেয়েছেন সাধারণ মানুষ।

ট্যাগ অফিসার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোরসাল আহমেদ এর পর্যবেক্ষনে ও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আবুল হোসেন এর তত্ত্বাবধানে উক্ত টিসিবি পণ্য বিক্রয়কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. কামাল মিজি, সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক সফিক কবিরাজ, ইউপি সদস্য নাজির হোসেন, ইব্রাহিম তালুকদার,

ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন কুসুম, সাংগঠনিক সম্পাদক মজিব ক্বারী, সদর উপজেলা যুবদলের সদস্য শওকত ক্বারী, ইউনিয়ন যুবদল নেতা জুলহাস গাজী, আলমগীর গাজী,

ইউছুফ মিজি, ইউনিয়ন কৃষকদের দলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর