চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দূর্ধর্ষ চুরি !

বিশেষ প্রতিনিধি: চাঁদপুরে জেলা শিল্পকলা একাডেমিতে রাতের আধারে দূর্ধর্ষ চোর চক্রের সমস্যরা সুকৌশলে শিল্পকলার পিছনের গেইটের নীচ দিয়ে প্রবেশ করে ২দিনে ১৮টি সিলিং ফ্যান,২টি এসির মূল্যবান যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল চুরি করেছে।

এ ঘটনায় কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,এর টহল সদস্যরা ব্যাপক চেষ্টা চালিয়ে ২জন দূর্ধর্ষ চোর আকাশ মিয়া(১৮) ও ইউছুফ কামলা(২৭)কে ৮টি ফ্যান ও কিছু মূল্যবান মালামালসহ আটক করতে সক্ষম হয়েছে।

এদের পিতার নাম আলমগীর ও মো: আলী। এরা শহরের ৫ নাম্বার ঘাট রেলওয়ে চাঁদপুর হাউজিংয়ের জায়গায় দখল করে ঘর নির্মান করে ভাড়া দেওয়া আবুল মিজির বাড়ির ভাড়াটিয়া।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার আফিসার ইনচার্জ মো: বাহার মিয়া জানান, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। এ মামলার বাদী শিল্পকলা একাডেমির এক জন স্টাফ।

মঙ্গলবার(২৯ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় শহরের রেলওয়ে কোর্ট স্টেশন এলাকা থেকে কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,এর টহল সদস্যরা দীর্ঘ দিন চেস্টা চালিয়ে উৎপেতে থেকে আটক করে দক্ষতার পরিচয় দিয়েছে।

এ সময় কমিউনিটি পুলিশ অঞ্চল-৪,এর টহল সদস্যদের মধ্য থেকে দূর্ধর্ষ চোর আটকে দায়িত্ব পালন করেছেন,কমান্ডার শহীদ গাজী,টহল সদস্য সোহেল মিজি,রহিম বেপারী, ও জাকির হোসেন। তাদেরকে চোর চক্রের সদস্যদের আটকে সহায়তা করেন,মো: সেলিম গাজী ও চাঁদপুর মেডিকেলের নৌশ প্রহরী মো: শাহিন মিয়া।

কমিউনিটি পুলিশ সদস্যরা জানান,তারা সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় চোর চক্রের ২ সদস্য জেলা শিল্পকলা একাডেমির ভিতরে ঢুকেছে। তারা রাত ভর পাহাড়া দিয়ে ভোর চারটার সময় চোর চক্রের সদস্য আকাশ মিয়া ও ইউছুফ ওরফে কামলাকে ৮টি সিলিং ফ্যান,্এসির ব্যবহৃত তার,বৈদ্যুতিক তার,ইন্টানাল ইলিকট্রিকেল কানেকটি বিটি কয়েলসহ আটক করে।

এ সময় চোর চক্রের সদস্য ইউছুফ কামলা জানান,এর পূর্বে গত ৫/৬ দিন আগে সে এবং তার সাথে থাকা চোর সদস্য জিহাদ ওরফে পোটলাসহ শিল্পকলা একাডেমিতে ঢুকে ১০টি ফ্যান ও ২টি এসির পাইপের তামা চুরি করেছে।

সে চুরি করা মালামাল শহরের বকুলতলা রেললাইনের পাশে মোল্øার ভাড়াটিয়া ভাঙ্গারি দোকানদার কানুর কাছে জিহাদ ওরফে পোটলাসহ ৩ হাজার টাকা বিক্রি করেছে। প্রতিপিচ ফ্যান ৩শ’টাকা দরে বিক্রি করেছে। আটক চোর আকাশ জানান,প্রতিপিচ ফ্যান ৩শ’টাকা ও প্রতিকেজি তার তারা ৭শ’টাকা দরে ভাঙ্গারি দোকানদার কানুর কাছে বিক্রি করে থাকে।

জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন বেগম ইন্ডাষ্টিজের মালিক ফয়সাল পাটওয়ারী জানান,দূর্ধর্ষ চোর চক্রের সদস্যরা জেলা শিল্পকলা একাডেমিতে ঢুকে তার পর আমাদের বেগম ইন্ডাষ্টিজে প্রবেশ করে আমাদের ৪০ কেজি তামা,২০০ কেজি স্কাব লোহা,১৫০ কেজি এস.এস স্কেপ,২মাসে ৭টি ওয়েট স্কেল নিয়ে যায়। যার প্রতিটির মূল্য ৫ হাজার টাকা করে। সার্ভিস তার ৫ কয়েল, যার মূল্য ৪০ হাজার টাকা। যা’চোর চক্র বিগত দিনে নিয়ে গিয়েছে। আমি আমার এ ক্ষতিপূরন চোর যারা পালে তাদের কাছ থেকে আদায় করতের চাই।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার আফিসার ইনচার্জ মো: বাহার মিয়া জানান, জেলা শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একটি চুরি মামলা দায়ের করেছে একজন স্টাফ। এ বিষয়ে দায়িত্বরত কর্মকর্তা দায়িত্ব পেয়ে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। তবে বিষয়টি অতি গুরুত্ব দিয়ে দেখা হবে।

সম্পর্কিত খবর