চাঁদপুরে গ্রাম আদালত কাযক্রম সম্পর্কে সমন্বয় সভা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে গ্রাম আদালত কাযক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার প্রচারণা কাযক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৯অক্টোবর চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি’রবক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্থানীয় পর্যায়ে তাদের মাঠ পর্যায়ের স্বাভাবিক কার্যক্রমের সাথে গ্রাম আদালত ও অল্প সময়ে স্বল্প খরচে বিচারিক সেবা প্রাপ্তির বিষয়টি প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে জনসচেতনতা তৈরি করা এবং গ্রাম আদালতকে শক্তিশালী করতে হবে। এ ব্যপারে আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম জাকারিয়া, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ,সহকারী পরিচালক স্থানীয় সরকার হেদায়েত উল্লাহ, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁদপুর সমাজসেবা কর্মকর্তাসহ এনজিও প্রতিনিধিগণ।

সম্পর্কিত খবর