রাজনৈতিক মামলায় জেলা জাপা নেতা খোরশেদ আটক

স্টাফরিপোর্টার : রাজনৈতিক মামলায় জেলা জাতীয় পাটির নেতা খোরশেদ আলম রাজা কে আটক করেছে চাঁদপুর ডিবি পুলিশ।

জানাযায়, চাঁদপুর মডেল থানায় দায়েরকৃত রাজনৈতিক মামলা, যার নং- ২০। তাং১৮/১০/২০২৪ইং তারিখে দায়েরকৃত রাজনৈতিক মামলার এজাহারভুক্ত নামীয় ৬০ নাম্বার আসামী হিসেবে চাঁদপুরের ডিবি পুলিশ গতকাল ২৯ অক্টোবর দুপুরে সদর উপজেলার বাগাদী চৌরাস্তা নামক স্হান থেকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় সোর্পদ করে।

এদিকে জাতীয় পাটির নেতা খোরশেদ আলম রাজা কে আটকের খবর শুনে তাঁকে দেখতে থানায় যান জেলা জাতীয় পাটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ মহসীন খান, সদর উপজেলা জাতীয় পাটির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, জেলা জাতীয় পাটির সহ সাধারণ সম্পাদক শরীফ পাটোয়ারী, জেলা জাতীয় পাটির যুব বিষয়ক সম্পাদক মোঃ হান্নান ঢালী জাতীয় পাটির নেতা কালুসহ জেলা জাতীয় পাটির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য আটক খোরশেদ আলম রাজা জাতীয় ছাএ সমাজ, জাতীয় যুব সংহতির সাবেক নেতা ও বর্তমানে জেলা জাতীয় পাটির সহ যুব বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

 

সম্পর্কিত খবর