স্টাফ রিপোর্টার: ইউরোপ সফরে চাঁদপুরের মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা: সালেহ আহমদ।
চেক প্রজাতন্তের রাজধানী প্রাগ (Prague) এ আয়োজিত ‘ওয়ার্ল্ড মেডিসিন বিশেষজ্ঞদের সম্মেলন’ শিরোনামে একটি সম্মেলনে যোগ দিবেন।
গতকাল সোমবার (২৮ এপ্রিল) বাংলাদেশ থেকে চেক প্রজাতন্তের আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন ডা: সালেহ আহমদ।
এই সময় রোগীদের সেবা না দেয়ার জন্য দূ:খ প্রকাশ ও সকলের কাছে দোয়া চেয়েছেন। সম্মেলন শেষে তিনি ইউরোপের বিভিন্ন দেশ চেকোস্লাভাকিয়া, অসট্রিয়া, জার্মানী, সুইজারল্যান্ড ভ্রমন করবেন। এর আগেও তিনি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে যোগদান করেছেন।
আগামী ৭ নভেম্বর সম্মেলন শেষ করে রাতে দেশে ফিরে ৮ নভেম্বর থেকে চাঁদপুরে চেম্বার করবেন ডা: সালেহ আহমদ।