
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তার জন্য পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণের (কাউন্সিলরগণ) ওয়ার্ডভিত্তিক দায়িত্ব প্রদান করা হয়েছে।
গতকাল চাঁদপুর পৌরসভার পৌর প্রশাসক স্বাক্ষরিত চিঠিতে এ দায়িত্ব প্রদান করা হয়।
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ হলেন-মো: গোলাম কিবরিয়াকে পৌরসভার প্রশাসক, চাঁদপুর সিভিল সার্জন ডা: মো: নূর আলম কে ৬নং ওয়ার্ড, চাঁদপুর জেলা কৃষি কর্মকর্তা ড. সাফায়েত আহম্মদ সিদ্দিককে ০৯ ও ১২ নং ওয়ার্ড,গণপূর্ত নির্বাহী প্রকৌশলী নাসিম আহমেদ টিটো কে ১৪ ও ১৫নং ওয়ার্ড, চাঁদপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আহসান কবির কে ০৭ ও ১১নং ওয়ার্ড, চাঁদপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রকৌ: আবু মূসা মোহাম্মদ ফয়সাল কে ০৮ ও ১০নং ওয়ার্ড,
চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথকে ০৫ ও ১৩নং ওয়ার্ড, চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিনকে ০১ ও ০৩নং ওয়ার্ড, চাঁদপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তারকে ০২ ও ০৪ ওয়ার্ডের দায়িত্ব প্রদান করা হয়।