চাঁদপুর শহরে ছাত্রদল নয়, মূলত কিশোর গ্যাং হট্টগোল করেছে

চাঁদপুর খবর রিপোর্ট : গতকাল সোমবার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রথম পাতায় চাঁদপুর শহরে ছাত্রদলের দু’গ্রুপের হট্রগোল র্শীষক প্রকাশিত সংবাদের অনুসন্ধ্যান করেছে পত্রিকার প্রতিবেদক ।

মাঠপযার্য়ে অনুসন্ধ্যান করে জানা গেছে, গতকাল চাঁদপুর শহরে ছাত্রদল নয়,মূলত কিশোর গ্যাং এই হট্রগোলে জড়িত । এখানে চাঁদপুর জেলা ছাত্রদল ,শহর ছাত্রদল কিংবা উপজেলা ছাত্রদলের কোন নেতা-কর্মী উপস্থিত ছিলো না কিংবা কেউ জড়িত ছিল না । সেই সাথে গতকালকের প্রকাশিত সংবাদের ব্যাপারে সংশ্লিষ্ট স্টাফ রিপোর্টার দু:খপ্রকাশ করেছে ।

অনুসন্ধ্যানে আরো জানা গেছে, গত’কদিন যাবত এবং বিশেষ করে গতকাল শহরে ও পুরানবাজারে কিশোর গ্যাং নামধারী উঠতি বয়সের ছেলেরা পেশীশক্তি ব্যবহার করে শহরকে অস্থিত করে তুলেছে । চাঁদপুর জেলা পুলিশ ও চাঁদপুর মডেল থানা পুলিশ কিশোর গ্যাং এর বিরুদ্ধে জিরো ট্রলারেন্ট নীতি অবলম্বন করেছে এবং কঠোর ব্যবস্থা গ্রহন করছে । সেই সাথে পুলিশ কিশোর গ্যাং এর সাথে জড়িতদের বিরুদ্ধে গ্রেফতারসহ সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে । এ ব্যাপারে চাঁদপুর পুলিশ পুলিশ ও মডেল থানার পক্ষ থেকে দৈনিক চাঁদপুর খবরকে জানান, কিশোর গ্যাং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে । কেই ছাড় পাবে না ।

এ ব্যাপারে  সোমবার সন্ধ্যায় চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী দৈনিক চাঁদপুর খবরকে বলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রথম পাতায় চাঁদপুর শহরে ছাত্রদলের দু’গ্রুপের হট্রগোল র্শীষক প্রকাশিত সংবাদটি সঠিক নয় । এখানে চাঁদপুর জেলা ছাত্রদল ,শহর ছাত্রদল কিংবা উপজেলা ছাত্রদলের কোন নেতাকর্মী শহরের হট্রগোলে উপস্থিত ছিলো না কিংবা কেউ জড়িত ছিল না। কিশোর গ্যাং নামধারী উঠতি বয়সের ছেলেরা গত’কদিন চাঁদপুর শহরের পরিবেশ নষ্ট করছে । গতকালও কিশোর গ্যাং শহরে তাই করেছে । পেশীশক্তি ব্যবহার করে কিশোর গ্যাংরা এসব কাজ করছে ।

চাঁদপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে কিশোর গ্যাং এর এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সেই সাথে শহরের কিশোর গ্যাং সদস্যদের গ্রেফতারপৃর্বক তাদেরকে দ্রুত আইনের দাবী জানাচ্ছি । এ ব্যাপারে চাঁদপুরের যৌথবাহিনী , চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভাগের হস্তক্ষেপ কামনা করছি ।

সম্পর্কিত খবর