চাঁদপুর জেলা তেল মনিটরিং কমিটির সভা

বিশেষ প্রতিনিধি: চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, যে কেউ চাইলেই কো জ্বালানি তেলের ব্যবসা করতে পারবে না। নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রি এবং তেলের মানের উপর ভ্রাম্যামান আদালত পরিচালনা করা হবে। তেলের সাপ্লাই যথাযাথভাবে রাখতে হবে, কোন উপায়েই কৃত্রিমভাবে সঙ্কট করা যাবে না। আমি চাই না কেউ অনিয়ম করুক।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা তেল মনিটরিং কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক ডিলারের তেল বিক্রি প্রসঙ্গে আরো বলেন, যাদের কাছে বিক্রির নির্দেশনা রয়েছে তাদে কাছেই বিক্রি করতে হবে। নির্দেশনা না থাকলে আরেকজনের কাছে তেল বিক্রি করা যাবে না।

এসময় তিনি তেল বিক্রির ডিপো মালিকদের সতর্ক থেকে তেল বিক্রি করার জন্যে আহবান জানান।

এসময় বানিজ্য মন্ত্রনালয় কর্তৃক গঠিত জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আসাদুজ্জামান সরকার,

জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুল হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা মো, মাসুদ রানা, জেলা ক্যাব এর দপ্তর সম্পাদক বিপ্লব সরকারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর