
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের মধ্য হাপানীয়া গ্রামে কল, ব্যাটারীর মোটর, মোবাইল ও মটরসাইকেল চুরির মালামাল উদ্ধার করেছে স্থানীয় জনগন ।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে জড়িত সিএনজির ড্রাইভার মো: রনি গাজীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা । এ ঘটনাটি মডেল থানায় অভিযোগ দাখিল করা হয়েছে ।
চুরির ঘটনাটি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়াকে বিষয়টি অবগত করলে তিনি তাৎক্ষণিক থানার এসআই আতাউরকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ ঘটনাস্থল থেকে চুরিকৃত কল, ব্যাটারীর মোটর, মোবাইল ও মটরসাইকেল চুরি মালামালসহ স্থানীয় জনতা চোর চক্রের ২সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে।
রবিবার (২৭ অক্টোবর) চাঁদপুর সদর মডেল থানার এসআই আওলাদ হোসেন ও এসআই আতাউর আটকের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন। রোবাবর (২৭ অক্টোবর) আনুমানিক রাত ১টার দিকে উপজেলার আশিকাটি ইউনিয়নের হাপানীয়া গ্রাম থেকে স্থানীয় জনতা চোরাই কল, ব্যাটারীর মোটর, মোবাইল ও মটর সাইকেলসহ ২জনকে আটক করে। এসময় ৪ জন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন : সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাজী বাড়ি (করের বাড়ির) মৃত মন্নান গাজীর ছেলে গাড়ীর ড্রাইভার মো: জনি গাজী ও গাড়ীর ড্রাইভার মো: রনি গাজী। তারা চুরির কাজে ব্যবহৃত সিএনজি’র ড্রাইভার।
চোরচক্রের সদস্য মোঃ রাসেল মৃধ্যা, পিতা হুমায়ন মৃধ্যা, মোঃ রাকিব গাজী, পিতা মনির গাজী, মোঃ শাহাদাত খান, পিতা হানিফ খান পালিয়ে যায়। তাদের আটক করতে চাঁদপুর সদর মডেল থানা অভিযান অব্যাহত রেখেছে।
স্থানীয়ারা জানান, চোর চক্রের দ্বারা এই এলাকায় কল, ব্যাটারীর মোটর, মোবাইল ও মটর সাইকেলসহ মানুষের বিভিন্ন মূল্যবান সামগ্রি চুরি হচ্ছে। আমরা চোরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা দুই চোরকে আটক করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশে সোপর্দ করি। এ সময় তাদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত দুইটি সিএনজিসহ মালামাল জব্দ করা হয়।
জানা গেছে,শাহতলী ,পাইকদী এলাকায় গত ৬মাসে চুরির হিড়িক পড়েছে । জনৈক আল-আমিনের স্বর্নলংকারসহ নগদ টাকা ,বালু জসিম ৪টি ব্যাটারী ,বালু জাহাগংীরের দুটি কল, সোহেল কারীর বাড়ীর একটা আইপিএসের ব্যাটারী ,স্টেশনে স্বপন মিজি ৬টি ব্যাটারী ,এক ডজন মোবাইল চুরির ঘটনা ঘটেছে ।
এভাবে শাহতলী এলাকায় চুরির ঘটনা বেড়েছে । ্একের পর এক চুরি হচ্ছে । কিন্তু কোন চুরির ঘটনা উৎঘাটন হয়নি ।
মালামালও উদ্ধার হয়নি । চুরির ঘটনায় এলাকায় হতাশাতা বিরাজ করছে । বিষয়টি চাঁদপুরের পুলিশ সুপার ও ওসির হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী ।