চাঁদপুর শহরের ছায়াবানী মোড় ছাত্রদলের দু’গ্রুপের হট্টগোল! : আটক ২

স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের ছায়াবানী মোড়ে গতকাল (২৭ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে হঠাৎ ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হট্টগোল হয়। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

হঠাৎ চাঁদপুর শহরের ছায়াবানী মোড়ে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি ও দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়।

বিষয়টি দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবকে অবগত করা হলে তার নির্দেশে তাৎক্ষণিক চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া ও এসআই আওলাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় উভয়পক্ষের লোকজন পালিয়ে যায়।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: বাহার মিয়া বলেন, চাঁদপুর শহরের ছায়াবানী মোড়ে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। এ সময় দু’জনকে আটক করা হয়েছে। তবে তারা কোন দলের তার পরিচয় এখন পাওয়া যায় না। তবে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর