প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের প্রতিনিধি সভা

মাসুদ হোসেন : চাঁদপুরের শীর্ষ ও পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় হাজীগঞ্জ বিশ্বরোড রামগঞ্জ সড়কস্থ মদিনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় পত্রিকার বার্তা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রিয় চাঁদপুর নিউজ পোর্টালের প্রধান নির্বাহী সম্পাদক মাসুদ রানার সভাপতিত্বে প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাত। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা গঠনমূলক আলোচনা-সমালচনার মাধ্যমে জনমত সৃষ্টি করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি আরো বলেন, একজন সংবাদকর্মী যেকোন নিউজ করার আগে সত্যতা যাচাই করতে হবে। এমনকি পত্রিকায় নিউজ পাঠানোর আগেও শব্দের বানানগুলো ঠিক আছে কিনা দেখা পাঠালে আর সমস্যা হয়না।

এসময় আরো বক্তব্য রাখেন পোর্টালের নির্বাহী সম্পাদক সাঈদ হোসেন অপু চৌধুরী, বার্তা সম্পাদক মো. মাসুদ হোসেন, নিজস্ব প্রতিনিধি (কচুয়া) মো. রাসেল, বিশেষ প্রতিনিধি (শাহরাস্তি) রাফিউ হাসান হামজা।

উক্ত সভায় উপস্থিত ছিলেন প্রিয় চাঁদপুর এর অফিস ইনচার্জ মো. মোশাররফ হোসেন, ম্যানেজার ও ডেস্ক প্রতিবেদক মেহেদী হাসান রিমেল, ফটোগ্রাফার মির্জা মানিক প্রমূখ।

সম্পর্কিত খবর