
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের বিপনীবাগস্হ পৌর মার্কেটের ৩য় তলায় জিয়া মঞ্চ চাঁদপুর জেলা শাখার কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
জেলা জিয়া মঞ্চের সহসভাপতি নাজমুল হক সবুজের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক শেখ মোঃ নয়ন।
উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন গাজী, সহ সাংগঠনিক সম্পাদক লিটন গাজী, চাঁদপুর পৌর জিয়া মঞ্চের সভাপতি সোহাগ বকাউল, সাধারণ সম্পাদক পিন্টু খান, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক গাজী, সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেন, আইনবিষয়ক সম্পাদক ওমর ফারুক, চাঁদপুর সদর উপজেলা জিয়া মঞ্চের নেতা মোঃ কামাল হোসেন, জহির মুন্সী, শাহীন পাটোয়ারী প্রমুখ নেতৃবৃন্দ।
পরে সকলের আলোচনার ভিত্তিতে চাঁদপুর পৌর এলাকার ৩ টি ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়। তন্মধ্যে ২নং ওয়ার্ডে মোঃ হাসান শেখ কে সভাপতি রহিম গাজী কে সিনিয়র সহ সভাপতি হৃদয় খান কে সাধারণ সম্পাদক, রাসেল হাওলাদার কে সিনিয়র যুগ্ম সম্পাদক সামির কে সাংগঠনিক সম্পাদক করে জিয়া মঞ্চ ২ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও আঃ কাদের কে আহবায়ক ও জাহাঙ্গীর বেপারী কে সদস্য সচিব করে ৭ নং ওয়ার্ড জিয়া মঞ্চের আহবায়ক কমিটি ও জয়নুল আবেদীন সুমন কে আহবায়ক মোঃ রিপন মৃধা কে সদস্য সচিব করে ৯ নং ওয়ার্ড জিয়া মঞ্চের কমিটি ঘোষণা করা হয়।