মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস ও ক্ষেত্র সহকারি সাখাওয়াত হোসেন দুর্বৃত্তদের হামলায় আহত হয়। পরে তারা প্রাথমিক চিকিৎসা নেন।
গতকাল রোববার (২৭ অক্টোবর) রাতে মা ইলিশ রক্ষা অভিযান পরিচালনা করে আমিনুল ইসলাম (২৪) নামে জেলেকে আটক করা হয়। পরে মোহনপুর ঘাটে আসলে দুর্বৃত্তরা পুলিশ এবং মৎস্য কর্মকর্তাদের উপর হামলা করে আসামীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
মৎস্য অফিস সুত্রে জানা গেছে, গত শনিবার অভিযান শেষে জাল ও আসামিসহ ঘাটে পৌঁছে স্পিডবোট থেকে জাল নামিয়ে পুড়িয়ে বিনষ্ট করার সময় পুলিশের হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভোট থেকে পাড়ে নেমে পানিতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পানিতে নেমে আসামিকে আবার ধরে পাড়ে তোলে। এসময় পাড়ে অবস্থানরত কিছু দুর্বৃত্ত পুলিশ এবং মৎস্য অফিসার, কর্মচারী ও মাঝিদের উপর হামলা করে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মৎস্য অফিসার ও ক্ষেত্র সহকারী সাখাওয়াত হোসেনকে ধাওয়া করে।
মৎস্য অফিসার দ্রুত মুল রাস্তায় বেড়িবাঁধে আসলে স্থানীয় জনগন তাকে রক্ষা করে। ওখানেও কিছু দুর্বৃত্ত তাকে হুমকি প্রদান করে। ক্ষেত্র সহকারী শাখাওয়াত হোসেন, আশ্রয়কেন্দ্রে (সাময়িক বাসস্থান, থাকার ব্যবস্থা) পৌছলে কিছু দুর্বৃত্ত সেখানে পৌঁছে তার কলার চেপে ধরে ঘাড় ধরে সেখান থেকে নিচে নামিয়ে আনে এবং নিচ থেকে তিনি দৌড়ে নিরাপদে পুলিশ ফাঁড়িতে পৌছে যান।
পরে জব্দকৃত ৩০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। আটককৃত আসামী মাহমুদপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে আমিনুল ইসলাম কে ভ্রাম্যমান আদালতে ৫ হাজার টাকা অর্থদন্ড দেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, অভিযান কঠোর হচ্ছে বলে জেলেরা মাছ শিকার করার সুযোগ পাচ্ছে না। তাই তারা উগ্র হয়ে আমাদের উপর হামলা চালাচ্ছে।