
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডে উত্তর মৈশাদী গ্রামের কাতার প্রবাসী ফারুক তফাদারের মালিকীয় সম্পত্তির সামনে সরকারি রাস্তার পাশে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি চক্র।
এ ঘটনায় প্রবাসী ও তার পরিবারকে গৃহবন্দী করার প্রবাসী স্ত্রী শাহিনা আক্তার বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার সকালে তপাদার বাড়ির লোকজন দলবল নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় জোরপূর্বক প্রবাসীর বাড়ি সামনে সরকারি রাস্তায় বেড়া দেয়।
এতে করে প্রবাসী ফারুক তপাদার নামাজ পড়ার জন্য ঘর থেকে মই দিয়ে রাস্তায় বের হতে দেখা যায়। রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের কাদির তপাদারের ছেলে ফারুক তপাদারের সাথে ১০ বছর পূর্বে শাহিনা আক্তারের বিয়ে হয়। বিদেশের জমানো টাকা দিয়ে ফারুক তাসলিমা বেগমের কাছ থেকে ১১ শতাংশ জায়গায় ক্রয় করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করে। কিন্তু এলাকার প্রতিপক্ষ দেলোয়ার হোসেন দেলু গংরা রাস্তার পাশে জায়গা পাওয়ার অজুহাত দেখিয়ে প্রবাসীর সীমানা প্রাচীর নির্মাণের বাধা দেয়।
এ নিয়ে দুই পক্ষের মাঝে বাকবিতণ্ড সৃষ্টি হলে রক্তক্ষয়ী আশঙ্কার দেখা দেয়। প্রবাসী স্ত্রী সাহিনা আক্তার জানান, প্রবাস থেকে টাকা উপার্জন করে বাড়ি করার সময় এলাকার কিছু চাঁদাবাজ চক্র টাকা দাবি করে। তাদের কথায় টাকা না দেওয়ায় জায়গা পাবার অজুহাত দেখিয়ে সরকারি রাস্তার পাশে বাড়ির সামনে দেলোয়ার হোসেন দেলু তার সহযোগী রুহুল আমিন, মমিন হোসেন, জাহাঙ্গীর হোসেন,মন্টু, ও রফিকুল ইসলাম দেশিয় অস্ত্র নিয়ে এসে জোরপূর্বক বেড়া দিয়ে দেয়। তাদের অত্যাচার অতিষ্ঠ হয়ে এখন পরিবার নিয়ে গৃহবন্দী অবস্থায় থাকতে হয়েছে।
এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি জানান প্রবাসী স্ত্রী। এই বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন দেলু জানান, সরকারি রাস্তা নিজেদের জায়গায় হওয়ায় প্রতিপক্ষ ফারুক দেওয়ানকে তার সীমানা প্রাচীর ১ ফুট ভিতরে রেখে করার নির্দেশ দেওয়া হলে সে মানেনি। তাই তার বাড়ির সামনে বেড়া দেওয়া হয়েছে। সমঝোতা হওয়ার পর সেই বেড়া খুলে দেওয়া হবে বলে জানায়।
চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, প্রবাসীর বাড়ির সামনে বেড়া দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ার ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রবাসীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা দেওয়া হচ্ছে।




