মৈশাদীতে সন্ত্রাসী শাহাদাত গাজী এবার নাশকতা মামলার আসামী

চাঁদপুর খবর রির্পোট: গোপন সূত্রের ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য নাশকতাকারী সন্ত্রাসী মো: শাহাদাত গাজীকে ২৫ অক্টোবর রাতে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।

২৬অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রেফতারের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।

গতকাল নাশকতার মামলায় আটককৃত আসামী শাহাদাত গাজীকেকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, ২৬অক্টোবর নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের
সক্রিয় সদস্য মো: শাহাদাত গাজীকে চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-২৫, তারিখ- ২৭আগস্ট ২০২৪, ধারা-১৪৩/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/৪৩৬/৪২৭/৫০৬(২)/১০৯ পেনাল কোড, ১৮৬০ মামলায় তাকে আটক করা হয়। তার পিতার নাম-আবুল গাজী, সাং- উত্তর মৈশাদী, পোঃ-মৈশাদী, ৬নং মৈশাদী ইউপি, থানা ও জেলা-চাঁদপুর।

জানা গেছে, এ ছাড়াও মৈশাদী ইউনিয়ন বিএনপির অফিসে হামলার ঘটনায় হামলাকারী এজহারভুক্ত ১নং আসামী সন্ত্রাসী ছাত্রলীগের সদস্য মো: শাহাদাত গাজী।সেই মামলাও তাকে গ্রেফতার দেখানো হয়েছে ।

পুলিশ জানিয়েছে, আটক সন্ত্রাসী ছাত্রলীগের সদস্য মো: শাহাদাত গাজীর বিরুদ্ধে রিমান্ড আবেদন জানাবে পুলিশ ।

সম্পর্কিত খবর