চাঁদপুরে আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর কর্মশালা অনুষ্ঠিত

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে “আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর” কর্মশালা শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবের ২য়তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

তিনি বলেন, আপনার নির্মাণ কাজের জন্য সেরা মানের সিমেন্ট নিশ্চিত করবেন। আশা করি আপনারা আশা গ্রুপের সিমেন্ট ব্যবহার করে মান ভালো পাবেন। রাজমিস্ত্রী’রাই আসল প্রচার শক্তি। তারা গ্রাম পর্যায়ে ডোর টু ডোর কাজ করেন। তাই আশা সিমেন্টের ব্র্যান্ডিং প্রচারণা পৌঁছে দিতে হবে। এছাড়াও অনেক পরিশ্রমের ন্যায় আশা সিমেন্ট চাঁদপুরে অনেকদূর পৌঁঁছে দিয়েছেন শাহমাহমুদপুরের কৃতিন্তান শাহমাহমুদপুর ট্রেডিং প্রোপাইটর ও আশা সিমেন্টের এক্সক্লুসিভ ডিলার কামরুজ্জামান খান । এছাড়াও যারা মাঠ পর্যায়ে থেকে এসেছেন, তারা সকলেই অনেক কষ্ট করে এসেছেন। সকলের প্রতি আহবান আশা সিমেন্টকে এগিয়ে নেয়ার জন্য কাজ করবেন। আমরা মিডিয়ার মাধ্যমেও আশা সিমেন্টেকে জনগনের মাঝে তুলে ধরবো ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আবুল খায়ের গ্রুপ কুমিল্লা বিভাগের আশা সিমেন্টের সহ: ব্যাবস্থাপক- আলী রেজা মোঃ তালহা।

তিনি বলেন- আমি ২৫বছর যাবৎ আবুল খায়ের গ্রুপে রয়েছে। কখনো কোনোদিন কোনো কোম্পানির সিমেন্টকে খারাপ বলিনি। তিনি বলেন, আশা সিমেন্ট বাংলাদেশের প্রথম ট্রিপল টেস্টেট সিমেন্ট। সিমেন্ট সম্পর্কে তিনি আরো বলেন, আশা সিমেন্ট খুবই মিহিন এবং খুবই ব্রন্ডিং, আশা সিমেন্টের ক্লিংকারের পরিমান ৮০-৯৪%। পরে তিনি বলেন আমার হাত ধরেই সিমেন্টের ব্র্যান্ডিং প্রচারনা করা হয়েছে। একটি বাড়ি বানানোর জন্য অনেকের অবদান রয়েছে, তবে তারমধ্যে আপনাদের (রাজমিস্ত্রীদের) অবদান সবচেয়ে বেশি। এসময় তিনি উপস্থিত রাজমিস্ত্রীদের মধ্যে পুরস্কারের আয়োজন করেন

অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শাহ্ মাহমুদপুর ট্রেডিং এর এক্সক্লুসিভ ডিলার কামরুজ্জামান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন আশা সিমেন্টের চাঁদপুর জেলা সিনিয়র মার্কেটিং-এস.এম. আসাদুজ্জামান(দীপু),আশা সিমেন্টের টেকনিক্যাল ইঞ্জি: মোঃ নাজমুল হাসান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁদপুর সদর উপজেলাধীন কনস্ট্রাকশন সাব কন্ট্রাক্টর আল আমিন, মোঃ জাকির, মোঃ রাসেল, মোঃ আনোয়ার, মোঃ মহসিন, মোঃ আলাউদ্দিন, মোঃ মাইনুদ্দিন, ইউছুপ, আজিম, মোঃ আলী, মানিক, সঞ্জিব, গিয়াসউদ্দিন, বিল্লাল, লোকমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আশা সিমেন্টের ব্র্যান্ডিং প্রচারনায় অনুষ্ঠানের সঞ্চালনা করেন-আশা সিমেন্টের প্রোডাক্ট ইঞ্জি: শাহাদাৎ হোসেন।

অনুষ্ঠানে চাঁদপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে “আশা সিমেন্ট-স্বপ্ন কারিগর” কর্মশালায় পুরস্কার ও গ্রিফট তুলে দেন প্রধান অতিথি চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর