মৈশাদীতে বিএনপির অফিসে হামলার ঘটনায় শাহাদাত গাজী আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন বিএনপির অফিসে হামলার ঘটনায় হামলাকারী মামলার ১নং আসামী সন্ত্রাসী শাহাদাত গাজীকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর থানা পুলিশ।

গতকাল ২৫ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় হামলাকারী ও মামলার ১নং আসামী শাহাদাত গাজীকে চাঁদপুর সদর হাসপাতাল থেকে গ্রেফতার করে চাঁদপুর সদর থানার এসআই সোহেল ।

মডেল থানা সূত্রে জানা গেছে, বাদী হলেন মোঃ ওমর ফারুক (২৮), পিতা-শাহজাহান গাজী, সাং-মৈশাদী, পোঃ-মৈশাদী, উপজেলা-চাঁদপুর সদর জেলা-চাঁদপুর ।

এজহারভুক্ত আসামীরা হলো-১। মোঃ শাহাদাত (৩২), পিতা-আবুল গাজী, ২। সালাউদ্দিন মৃধা (৩৭), পিতা-হাকিম মৃধা, ৩। সাগর (৩০), পিতা-বাবুল গাজী, ৪। বাবু মুন্সি (৩৫), পিতা-মৃত তাফু মুন্সি, ৫। জয়নাল মৃধা (৩৭), পিতা-খালেক মৃধা, ৬। পেয়ার বেপারী (২৬), পিতা-মোস্তফা বেপারী, ৭। সুজন গাজী সুটার নলেজ (২৮), পিতা-হান্নান গাজী, ৮। মোবারক হোসেন মিজি (৪৫), পিতা-নুরু মিজি, ৯। রবিউল মিজি (২২), পিতা-মোবারক হোসেন মিজি, উভয় সাং-মৈশাদী, ৩নং ওয়ার্ড, ১০। জুম্মন বেপারী (২২), পিতা-কালু বেপারী, ১১। সিহাব বেপারী (২২), পিতা-মৃত আলমগীর বেপারী, ১২। জসিম বেপারী (৪৫), পিতা-আতিক উল্লাহ বেপারী, ১৩। রুবেল পাটোয়ারী (৩৮), পিতা-শাহজাহান পাটোয়ারী, ১৪। জাবেদ পাটোয়ারী (৩৭), পিতা-সিরাজ পাটোয়ারী, ১৫। ফারুক খান (৩৫), পিতা-মৃত আসলাম খান, ১৬। কবির মুন্সি (৩০), পিতা-অজ্ঞাত, ১৭। মোঃ উজ্জল (২৫), পিতা-অজ্ঞাত, ১৮। হাসান গাজী (৩২), পিতা-মৃত ইউসুফ গাজী, সর্ব সাং-উত্তর মৈশাদী, পোঃ-মৈশাদী, থানা ও জেলা-চাঁদপুর সহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামী করা হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়াকে জানালে তিনি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। মামলান ১নং আসামী শাহাদাত গাজীকে আটক করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এজহার মূত্রে জানা যায়, বিবাদী আমাদের একই এলাকার লোক। বিভিন্ন বিষয়াদি নিয়া বিবাদীদের সাথে বাদীর পূর্ব হতে বিরোধ চল আসছে। ঘটনার দিন ২৫/১০/২০২৪ তারিখ সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় বিএনপির নেতাকর্মীরা সহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে মিটিং এবং দোয়া মাহফিল করার সময় উল্লেখিত বিবাদীরা সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন বিবাদী বেআইনী জনতাবদ্ধে সজ্জিত হয়ে দেশীয় তৈরী অস্ত্রশস্ত্র, ধারালো দা, লোহার সাবল, কাঠের বাটাম ও লাঠিসোটা ইত্যাদি নিয়া আমাদের উপর অতর্কিত আক্রমন করে। বিএনপি অফিস ভাঙ্গচুর করে।

সম্পর্কিত খবর