মৈশাদী ইউনিয়ন বিএনপির অফিসে সন্ত্রাসীদের হামলা

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং মাদক মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী কাউসার পাটওয়ারী এবং মৈশাদী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মাদক আসক্ত এবং মাদক ব্যবসায়ী ও বহু মামলার আসামি সালাউদ্দিন মৃধার নেতৃত্বে মাদক সন্ত্রাসীরা অতর্কিত মৈশাদী ইউনিয়ন বিএনপির অফিস আক্রমণ করেছে।

গতকাল আসর নামাজের পর তালতলা বাজার মসজিদে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া শেষে নেতৃবৃন্দ অফিসে অবস্থানকালে এই আতর্কিত হামলা করেন। এতে বিএনপির অনেক নেতাকর্মী গুরুতর আহত ও জখম হয়।

এ বিষয়ে চাঁদপুর সদর থানা বিএনপির সহ-সভাপতি সাবেক সফল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত মাদক সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পর্কিত খবর