স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে পূর্ণাঙ্গ কমিটি গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনের দাবি তুলেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য ও সাবেক নেতৃবৃন্দ।
শুক্রবার ২৫ অক্টোবর বিকালে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আখনের বাসভবনে যুগ্ম আহ্বায়ক, সদস্য ও সাবেক নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নেতৃবৃন্দরা দাবি করেন গত ২০২২ সালের ১৫ অক্টোবর চান্দ্রা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের পর এ পর্যন্ত কোন সভা সেমিনার করা হয়নি। এতে করে দলিয় নেতৃবৃন্দের মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। তারা আরো বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের যোগ্য নেতৃত্বে আমরা সবসময় রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে উপস্থিত ছিলাম। তার সঠিক নেতৃত্বের কারনে আমরা আন্দোলন সংগ্রাম করে মামলা-হমলার শিকার হয়েও অতিতের ন্যায় ভবিষ্যতেও তার সাথে আমরা সবসময় থাকবো। আমাদের দাবি চান্দ্রা ইউনিয়নে বিএনপির ভোট ব্যাংক টিকিয় রাখতে এবং নেতৃবৃন্দেরকে ঐক্যবদ্ধ রাখতে গনতান্ত্রিক পক্রিকায় পুর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার প্রত্যাশা।
আলোচনা সভায় চান্দ্রা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইউসুফ খানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ইউসুফ গাজীর পরিচালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আখন, মোরশেদ ছৈয়াল, ফরিদ জমাদার, সদস্য সাব্বির মিয়া, গিয়াস উদ্দিন মিন্টু মাঝি,
মোঃ খোকন খান, ভুট্টু ঢালি, ১ নং ওয়ার্ড সভাপতি নুরু গাজী, সাধারণ সম্পাদক ফজলু মাষ্টার, সাবেক৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিল চকিদার, সাবেক সহ সভাপতি জিতু বেপারী, ৫ নং ওয়ার্ড সভাপতি জায়েদ বাদশা ৬ নং ওয়ার্ড সাবেক সভাপতি শামিম মাষ্টার, ৯ নং ওয়ার্ড সহসভাপতি আবুল খায়ের শেখ,
ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন, বিএনপি নেতা নাসির গাজীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।