চাঁদপুর খবর রির্পোট: সেনাবাহিনী কর্তৃক চাঁদপুর সদরে সিএনজি প্রতারক চক্রের ৩সদস্যকে আটক করা হয়েছে।
২৪ অক্টোবর গোপন সংবাদের মাধ্যমে চাঁদপুর সদর মডেল থানাধীন ওয়ারলেস মোড় এলাকায় সন্দেহভাজন সিএনজি চালক প্রতারক চক্রের সন্ধান পাওয়া যায়।
প্রতারক চক্রের অনুসন্ধানে ক্যাম্প কমান্ডার, চাঁদপুর আর্মি ক্যাম্প এর নির্দেশে সিনিঃ ওয়াঃ অফিসার মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে বাগাদী বাজার এলাকায় অভিযান পরিচালনা প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করা হয়।
প্রতারক চক্রের মূল হোতা চাঁদপুর সদর উপজেলার মোঃ ইকবাল হোসেন গাজী (২৯), সহকারী প্রতারক
ফরিদগঞ্জ উপজেলার মোঃ সাদ্দাম মিয়াজি (২৮), চাঁদপুর সদরের মোঃ সাগর হোসেন (২০) কে আটক করে সেনাবাহিনী।
তারা নিয়মিতভাবে সাধারণ যাত্রীদের লক্ষ্য করে সিএনজি এর যাত্রী হিসেবে গন্তব্যস্থলে গমনের উদ্দেশ্যে যাত্রা করে। যাত্রাপথে জনশূন্য এলাকায় গমন করে সম্মিলিতভাবে যাত্রীর নিকট থেকে সকল প্রকার সম্পদ, টাকা পয়সা, মোবাইল, ঘড়ি, স্বর্ণালংকার ইত্যাদি হাতিয়ে নিয়ে যাত্রীকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে অন্য পথে যাত্রা করতো।
উক্ত প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এর জন্য ২৫ অক্টোবর তাদেরকে চাঁদপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।