চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মিজি বাড়ি নির্বাসী সুপরিচিতি মরহুমা ফাতেমা বেগম (হতি বিবি’র) কুলখানি উপলক্ষে দোয়া ও মিলাদ, কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৫অক্টোবর) শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়িতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশগ্রহন করেন চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় আরো অংশগ্রহন করেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি,
সাবেক মেম্বার মো: সফিক কারী, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, স্টেশন মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, মুক্তিযোদ্ধা হারুন বিডিআর, মরহুমার ভাই আবুল গাজী, স্থানীয় মো: তাহের মিজি, মরহুমার ভাতিজা কবির মিজি, ফারুক মিজি, মরহুমার নাতি এনামুল রাফি সহ শতশত মুসল্লীগণ।
শুরুতেই মরহুমার কবর জিয়ারত করা হয়। কবর জিয়ারত ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান।
জানা গেছে, গত (২১অক্টোবর) সোমবার বিকাল ৪ঘটিকায় মরহুমের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।(ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল প্রায় ৭৫বছর। তিনি মৃত্যুকালে ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।