চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা নূরে আলম ও যুবলীগ সদস্য হারুন খান গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: গোপন সূত্রের ভিত্তিতে চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম ও যুবলীগের সক্রিয় সদস্য মো: হারুন খানকে ২৪ অক্টোবর রাতে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে। চাঁদপুর মডেল থানার পুলিশ সাঁড়াশি অভিযানে উক্ত দুজন নেতা গ্রেফতার করেন ।

২৫অক্টোবর চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রেফতারের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে নিশ্চিত করেন।

চাঁদপুর সদর মডেল থানা সূত্রে জানা যায়, ২৫অক্টোবর চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম কে চাঁদপুর সদর মডেল থানার এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট ২০২৪: জি আর নং-৫৭১, তারিখ- ১৫ আগস্ট ২০২৪: ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬(২)/১০৯ পেনাল কোড মামলায় তাকে আটক করা হয়।

তার পিতার নাম মৃত আমির হোসেন, মাতা-নুর জাহান বেগম, সাং-পূর্ব বিষ্ণুদী রোড, ১৫নং পৌর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা; চাঁদপুর।

আটক যুবলীগের সক্রিয় সদস্য মো: হারুন খান কে চাঁদপুর মডেল থানার এফআইআর নং-১১, তারিখ- ১৫ অগস্ট ২০২৪: জিআর নং-৫৭১, তারিখ ১৫ আগস্ট ২০২৪: ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬(২)/১০৯ পেনাল কোডে আটক করা হয়। তিনি ১১নং মামলার ২৮২নং এজহারনামীয় আসামী। তার পিতার নাম-মো: মুসলিম খান, মাতার নাম-মনোয়ারা বেগম, সাং-আশিকাটি খান বাড়ি, ২নং আশিকাটি ইউনিয়ন, থানা ও জেলা : চাঁদপুর।

নাশকতার মামলায় আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।

সম্পর্কিত খবর