চাঁদপুর খবর রির্পোট: গোপন সূত্রের ভিত্তিতে চাঁদপুর মডেল থানার পুলিশের সাঁড়াশি অভিযানে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন ও ছাত্রলীগকর্মী মো: আকরাম হোসেনকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে।
২৪ অক্টোবর চাঁদপুর মডেল থানা ওসি বাহার মিয়া ও এসআই আওলাদ হোসেন দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছে ।
চাঁদপুর মডেল থানা সূত্রে জানা গেছে, ২৪অক্টোবর ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেনকে সদর মডেল থানার এফআইআর নং-১১, তারিখ- ১৫ আগস্ট ২০২৪; জি আর নং-৫৭১, তারিখ- ১৫ আগস্ট ২০২৪; ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩৪১/৪২৭/৪৩৬/৩৮০/৫০৬(২)/১০৯ পেনাল কোড।এফআইআর নং-১৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; জি আর নং-৫৭৯, তারিখ- ২০ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৯/১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) পেনাল কোড তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩/৪ ধারা।
এফআইআর নং-২৫/৫৮৫, তারিখ- ২৭ আগস্ট, ২০২৪; ধারা- ১৪৩/১৪৯/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/ ৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/ ৪৩৬/৪২৭/৫০৬(২)/১০৯ পেনাল কোড সহ তিনটি মামলায় তাকে আটক করা হয়। সে ১১নং মামলার ৬৭নং আসামী, ১৯নং মামলার ৭৫নং আসামী, ২৫নং মামলার ৯৩নং আসামী। তার পিতার নাম-মৃত আব্দুল হান্নান, মাতা-মমতাজ বেগম, সাং-বকুলতলা, ৬নং পৌর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর।
আটক ছাত্রলীগকর্মী মো: আকরাম হোসেন কে চাঁদপুর মডেল থানার এফআইআর নং-২০, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৪; জি আর নং-৬৩০, তারিখ- ১৮ অক্টোবর, ২০২৪; সময়- ১০.১০ ঘটিকা ধারা-১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৫০৬ গ্রেফতার করা হয়। তার পিতার নাম মোঃ জাহাঙ্গীর আলম, মাতা-ফাতেমা বেগম, সাং-পুরান বাজার, শহীদ লস্করের বাড়ী, মধুসুধন স্কুলের সামনে, ০২নং ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।