হাইমচরে সেনাবাহিনী কর্তৃক গৃহ নির্মাণ সামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ প্রদান

কবির হোসেন : চলমান বন্যা পরবর্তী পূণর্বাসন কর্মসূচির অধীনে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক কয়েকটি বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে কিছু সংখ্যক নিরীহ মানুষের মাঝে ঢেউটিন, ত্রাণ সামগ্রী ও প্রতিটি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।

উক্ত ত্রাণ, গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রমের প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (অধিনায়ক,২১ বীর)।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনির সহ আরো অনেক সেনা সদস্য বৃন্দ ।

হাইমচর ও আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমাল ও ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গতদের মাঝে এই গৃহ নির্মাণ সামগ্রী, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও চলমান থাকবে।

সম্পর্কিত খবর