হাজীগঞ্জে আইদি বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ : চালকের মৃত্যু

মো. হোসেন বেপারী: চাঁদপুরের হাজীগঞ্জে আইদি পরিবহনের বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয় মো. উজির (৪৬) নামের আরেকজন।

বুধবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার ধেররা চৌধুরী বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী চাঁদপুর সদর উপজেলার খলিশাডলি গাজী বাড়ির বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেপার করে সেখানেই মৃত্যু হয় মোহাম্মদ আলীর।

পুলিশ জানায়, দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়। পরে তাদের কুমিল্লায় রেপার করলে ওইখানেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, আইনি প্রকৃয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনায় কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে আইদি পরিবহনের বাস ও সিএনজির সংঘর্ষে একজনের মৃত্যুর খবরে জেলার বাবুরহাট বাজারে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা।

সম্পর্কিত খবর