ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শনে সদর ইউএনও সাখাওয়াত জামিল সৈকত

ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত জামিল সৈকত।গত ২২ অক্টোবর মঙ্গলবার তিনি বিদ্যালয় পরিদর্শনে যান।

এসময় তিনি বিদ্যালয়ের সার্বিক খোঁজখবর নেন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক( ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বালিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুল হোসেন মিয়াজী,সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ঢালী,বিএনপি নেতা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আমিনুল আহসান, সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানী,

মামুনুর রশিদ, মোজাম্মেল হোসেনসহ অন্যান্য শিক্ষক বৃন্দ।

এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের সভাপতি সাখাওয়াত জামিল সৈকত বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়ন নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেন।

সম্পর্কিত খবর