শাহমাহমুদপুর কেতুয়া দাখিল মাদ্রাসায় ছাত্রদলের প্রচারণা সভা

মাসুদ হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বলেছেন, শিক্ষার বিকল্প কোন কিছু নেই। তারপরও পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের অবশ্যই রাজনীতিতেও দক্ষ হতে হবে। নতুন বাংলাদেশে ছাত্রদল নতুন ধারার ছাত্র রাজনীতি চালু করতে যাচ্ছে। এই ছাত্র রাজনীতিতে কোন শোডাউন থাকবে না। কোন বড় ভাইয়ের প্রটোকল থাকবে না। তিনি আরো বলেন, একমাত্র ছাত্রদলই বিগত দিনে রাজপথে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে।

তিনি আরো বলেন, ১৯৭৯ সালের ১লা জানুয়ারী থেকেই বিএনপি ছাত্রদল প্রতিষ্ঠার পর থেকে মানুষের অধিকার, ছাত্রদের বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে তাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়টুকু রাজপথে ব্যয় করেছে। শেখ হাসিনা প্যাসিবাদী সরকারে আমলে ন্যায়ের পক্ষে, দাবী আদায়ের লক্ষ্যে রাজপথে নামলে গুলির মুখে পড়তে হয়। এবারও ছাত্র আন্দোলনে পাঁচ শতাধিক ছাত্রকে গুলি করে হত্যা করেছে এই জালিম সরকার। চাঁদপুরেরও শত শত নেতা কর্মীকে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছে।

তিনি সোমবার (২১ অক্টোবর) চাঁদপুর সদর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় দলের প্রচারণায় সংক্ষিপ্ত সফরে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। কোনটা ন্যায় কোনটা অন্যায় তা আমাদের বুঝতে হবে। তাই এখন থেকেই আমাদেরকে রাজনৈতিকভাবে ন্যায় অন্যায় অনুদাবন করা শিখতে হবে। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার পর থেকে গণতন্ত্র ও ইসলামের পক্ষে সুস্পস্ট মতামত দিয়েছেন। কিন্তু এই প্যাসিবাদী সরকার সংবিধানে বহু ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। এদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হয়েছে। তাই আমি বিশ্বাস করি ও তোমাদের অনুরোধ করে যাই তোমরা সব সময় ন্যায়ের পক্ষে কথা বলবা, সত্যের পক্ষে অবস্থান নিবা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ, উক্ত মাদ্রাসার সুপার মাওলানা এ এইচ এম হেলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমান গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল মিজি, সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী,

সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ, সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল কালাম পাটওয়ারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রপু হজী, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী,

সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন ছাত্রদলের নেতা শাহতলীর রবিউল হোসেন রবি,ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজীসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর