চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার ৫জন এসআই, ৮জন এএসআই ও ১৪জন কনস্টেবল কে বদলী করা করা হয়েছে।
গতকাল চাঁদপুর জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। বদলীর বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে এ তথ্য নিশ্চিত করেছেন একজন পুলিশ অফিসার ।
মডেল থানা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার বদলীকৃত (আগে ও পরে বদলীকৃত অফিসার) অফিসাররা হলেন এসআই আব্দুল সামাদকে ঢাকা ডিএমপি, এস.আই সেলিম উল্ল্যাকে ঢাকা ডিএমপি, এসআই মহিবুল ইসলামকে ঢাকা ডিএমপি, এসআই রাশেদুজ্জামানকে কচুয়া থানা,
এসআই আব্দুল কুদ্দুস কে- মতলব দক্ষিন থানায়, এএসআই কফিল উদিন, এএসআই আব্দুল গফুর, এএসআই মাহে আলম, এএসআই মামুন, এএসআই অহিদ উল্ল্যাহ, এএসআই সাইদুর রহমান, এএসআই রাজিব চন্দ্র দে, এএসআই উজ্জ্বল কে ঢাকা ডিএমপি তে বদলী করা হয়।
এছাড়াও জেলা পুলিশের ১৪জন কনস্টেবলকেও বদলী করা হয়।
এদিকে চাঁদপুর জেলা পুলিশে ও থানাগুলোতে বদলী আতংক বিরাজ করছে । চাঁদপুরে জেলা পুলিশ বিভাগের একেই স্থাণে বিশেষ করে ডিএসবি,গোয়েন্দা বিভাগ,থানাগুলোতে ুযগের পর যুগ একেই পদে চাকুরী করছে । বিগত ৫ আগষ্ট পতিত আওয়ামীলীগ সরকারের আমলে বিতকিত হয়েছেন অনেক পুলিশ অফিসাররা।