হাজীগঞ্জে তিন হোটেল মালিককে জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় তিন হোটেল মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

রিফাত জাহান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় হাজীগঞ্জের খাওয়া দাওয়া হোটলকে ৫ হাজার টাকা, আল-মদিনা হোটেলকে ২ হাজার টাকা ও হোটেল রাজমহলকে ২ হাজার টাকা সহ মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে ওই সময় হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক ফিরোজ আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর