হাজীগঞ্জ থানার অভিযানে সাজাপ্রাপ্ত ৩আসামী গ্রেফতার

চাঁদপুর খবর রির্পোট: হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক সিআর সাজা পরোয়ানা মূলে ১ জন, জিআর সাজা পরোয়ানা মূলে ১ জন ও জিআর ১জনসহ মোট ৩ আসামী গ্রেফতার করা হয়েছে।

১৯অক্টোবর চাঁদপুর পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম এর সার্বিক দিক নিদের্শনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধায়নে এএসআই(নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলামসঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত ৪আসামীকে গ্রেফতার করেছে।

হাজীগঞ্জের শ্রীপুর এলাকায় অভিযান পরিচলনা করে সিআর সাজা-৪১৯/২০১৮ মূলে ১বছর বিনাশ্রম কারাদন্ড এবং চেকের অর্থ ষোললক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত প্রাপ্ত আসামী মোঃ ফখরুল আলম, পিতা-মৃত খোরশেদ আলম, সাং-শ্রীপুর(মজুমদার বাড়ী), থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর, এসআই(নিরস্ত্র) বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন মৈশামুড়া এলাকা হতে অভিযান পরিচলনা করে জিআর সাজা-৭৪/২০২৩ মূলে ১ বছর ও ৬মাস সশ্রম কারাদন্ড এবং নগদ ১০০০অর্থদন্ড অনাদায়ে আরোও ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত প্রাপ্ত আসামী মোসাঃ নাছিমা আকতার, সাং-মৈশামুড়া, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর এবং এএসআই(নিরস্ত্র মোঃ আব্দুল ওয়াহিদ সঙ্গীয় ফোর্সসহ হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ এলাকায় হতে অভিযান পরিচলনা করে জিআর-১৫/২০২৩(হাজীগঞ্জ) মূলে আসামী হৃদয়(২০) সাং-মকিমাবাদ (সর্দার বাড়ী), ৬নং পৌর ওয়ার্ড, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে যথাযথ আইনি প্রক্রিয়ায় সোপর্দ করা হয়।

সম্পর্কিত খবর