স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর নৌ থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন এ কে এম এস ইকবাল। গত শুক্রবার (১৮ অক্টোবর) শহরের লঞ্চঘাটে অবস্থিত নৌ থানায় এসে যোগদানের মধ্য দিয়ে তিনি কর্মদিবস শুরু করেন। চাঁদপুর নৌ থানায় ওসি পদে যোগদানের পূর্বে তিনি সিলেট জেলায় কর্মরত ছিলেন।
ওসি এ কে এম এস ইকবালের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বড়ুরা উপজেলায়। বৈবাহিক জীবনে তিনি বিবাহিত। দুই সন্তানের জনক তিনি। শিক্ষাজীবনে ওসি একেএম এস ইকবাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেন। এরপর ১৯৯৩ সালে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন।
চাঁদপুর নৌ থানায় ওসি হিসেবে যোগদানের পর তিনি জবাবদিহিতার মাধ্যমে অর্পিত সকল দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি কর্মক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী, সাংবাদিক ও মৎস্যজীবীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।