চাঁদপুর সিভিল সার্জন ডাঃ নুর আলম দীনের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের নবাগত সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন এর সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় সিভিল সার্জন অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন মতবিনিময়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য স্বাস্থ্য সেবার মাধ্যমে জনগনকে সেবা করবেন। জেলার স্বাস্থ্য উন্নতির করার জন্য জামায়াতের সহযোগীতা চায়।

জামায়াত নেতৃবৃন্দের বিভিন্ন পরামর্শ গ্রহন করেন। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সহকারী সেক্রেটারী এডভোকেট মো: শাহজাহান মিয়া, শহর আমীর অ্যাড: শাহজাহান খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, শুরার সদস্য এড: মামুন মিয়াজী, গোলম মাওলা, সাইফুল ইসলাম সবুজ।

আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন মেডিকেল অফিসার ডা: সাখাওয়াত হোসেন সহ কর্মকর্তাবৃন্দ।

সম্পর্কিত খবর