
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের প্রতিবন্ধী মোবারক হোসেন ১১ দিন যাবত নিখোঁজ। প্রতিদিনের মতো ৭ অক্টোবর সকালের দিকে বাড়ি থেকে চাঁদখার বাজার বাবুরহাটের উদ্দেশ্যে বের হয় মোবারক হোসেন।
ঐদিন সকালেই মানষিক প্রতিবন্ধী মোবারক হোসেন কিছু সময় চাঁদখার বাজারে অবস্থান করছিলেন। এর পর থেকেই সে নিখোঁজ। প্রায় দেড় সপ্তাহ অতিবাহিত হয়ে গেলেও প্রতিবন্ধী মোবারক হোসেন হাওলাদার আর বাড়ি ফিরে আসেনি।
পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন খোঁজাখুঁজি করেও এখনও তার কোনো সন্ধান পাননি। মোবারক হোসেন ২নং আশিকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মিজান হাওলাদারের ছেলে। সে জন্মগতভাবেই মানসিক প্রতিবন্ধী । যদি কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তা হলে নিম্নের নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো। মোবাইল : ০১৮২৫-১৭৪১৭২




