চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোটার : ফ্যাসিস আওয়ামী বিচারকদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার ( ১৬ অক্টোবর ) সকালে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড: শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপতিতে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড: এ.কে.এম সলিম উল্লা সেলিম।

ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. এ. জেড. এম রফিকুল হাসান রীপনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের সদস্য ও সিনিয়র আইনজীবী অ্যাড: কামাল উদ্দিন আহমেদ, অ্যাড: এ.টি.এম মোস্তফা কামাল, অ্যাড: বাবর বেপারী , অ্যাড. এমরান হেসেন, অ্যাড: জসিম মেহেদী, অ্যাড : আলম খান মঞ্জু প্রমুখ।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড: হারুনুর রশিদ, জেলা জজ আদালতের পিপি অ্যাড: কুহিনুর বেগম, স্পেশাল পিপি অ্যাড: শামসুল ইসলাম মন্টু , অ্যাড. জাকির হোসেন ফয়সাল, অ্যাড.তোফাজ্জল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এ.এন. এম মাইনুল ইসলাম, ফোরামের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন ,যুগ্ম সম্পাদক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম সহ ফোরামের সদস্যরা।

সম্পর্কিত খবর