স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়ন যুবদল কমিটি নিয়ে চলছে তেলেসমাতি। যা ইউনিয়ন যুবদলের কমিটির মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
গত ২১/১১/২০২৩খ্রি. ৮নং বাগাদী ইউনিয়ন যুবদলের ৫ জনের পদ সাময়িকভাবে স্থগিতাদেশ দেওয়া হয়।
নিস্ক্রিয়তার অভিযোগে ১৩/১০/২০২৪খ্রি. চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম নজু ও সিনিয়র যুগ্ম আহবায়ক মান্নান খান কাজল স্বাক্ষরিত এক পত্রে ৮ নং বাগাদী ইউনিয়ন যুবদল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
পরে মঙ্গলবার ১৫/১০/২০২৪খ্রি. পূর্বে স্থগিত করা কমিটির ৪ জনের উপর থেকে অব্যাহতি প্রত্যাহার করা হয়। এখন প্রশ্ন, স্থগিত করা কমিটির অব্যাহতি কিভাবে প্রত্যাহার করা হয়েছে? আর যদি বিলুপ্ত করা কমিটির অব্যহতি প্রত্যাহার করা হয় তাহলে পূর্বে বিলুপ্ত করা কমিটি বহাল হয়ে যায়! এখন সিদ্ধান্ত কোনটি কার্যকর হয়েছে, যুবদল কমিটি কোনটি অনুস্মরণ করবে । তাই ইউনিয়নের এক বিএনপি ক্ষোভ করে বলেন রাজনীতিতে ৮ নং বাগাদী ইউনিয়ন যুবদল নিয়ে সদর উপজেলা যুবদল তেলেসমতি করতেছে।
চাঁদপুর সদর উপজেলা যুবদলের বিরুদ্ধে অভিযোগ করে ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা বলেন রাজপথে ভূমিকা পালনকারী, ত্যাগী, নির্যাতিত আর যোগ্যদের বাদ দিয়ে অপেক্ষাকৃত কম পরিচিত ও সিন্ডিকেটের নেতাদের দিয়েই কমিটি গঠন করার লক্ষে এ কমিটি বিলুপ্ত করা হয়েছে। এতে দলের বিভিন্ন স্তরে ভুল বার্তা যাবে বলে মনে করেন নেতাকর্মীরা। যা একসময় দলের ভেতর সংকট তৈরি হতে পারে বলেও শঙ্কা ব্যক্ত করেন তারা।