চাঁদপুরে জিপিএ-৫ পেয়েছে ১২শ’ ৬২ : ফেল ৪ হাজার ৬শ’ ৯৩

চাঁদপুর খরব রিপোর্ট : চাঁদপুরে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দে মেতে উঠতে দেখা যায়। এ দিন উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল (বিএমটি) পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

চাঁদপুরে চলতি বছর ১৭৪টি প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার ৫০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ১৪ হাজার ৮১৪ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী।

পরীক্ষায় কৃতকার্যদের মধ্য থেকে জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ২৬২ জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছে জেলা শিক্ষা অফিস। জেলা শিক্ষা অফিস।

সূত্রে আরও জানা যায়, উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমান শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় চলতি বছর জেলায় ৬৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৫ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এরমধ্যে কৃতকার্য হয় ১১ হাজার ৪৫৬ জন। জিপিএ ৫ অর্জন করেছে ৯৮৫ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৪ হাজার ৪৮৮ জন। পাসের হার ৭১ দশমিক ৮৫ ভাগ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৯৬টি প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৫৭৮ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ২২৩ জন শিক্ষার্থী।

পরীক্ষায় কৃতকার্য হয়েছে ২ হাজার ৪২০ জন। অকৃতকার্য হয়েছে ১৫৮ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৩ দশমিক ৮৭ ভাগ।

কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল (বিএমটি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১১টি প্রতিষ্ঠান থেকে ৯৮৫ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৯৩৮ জন। অকৃতকার্য ৪৭ জন, জিপিএ-৫ পেয়েছে ৫৪ জন শিক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ২৩ ভাগ।

ফলাফল উপজেলাভিত্তিকভাবে চাঁদপুর সদর উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ হাজার ৬৬৬ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ২ হাজার ৯৪২ জন। অকৃতকার্য হয়েছে ৭২৪ জন।

জিপিএ ৫ অর্জন করেছে ৫০৬ জন। পাসের হার ৮০ দশমিক ২৫ ভাগ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ১৭ টি প্রতিষ্ঠান থেকে ৪৫২ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৪৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৪০৩ জন। অকৃতকার্য হয়েছে ৪৯ জন পরীক্ষার্থী। পাসের হার ৮৯ দশমিক ১৬ ভাগ।

কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল (বিএমটি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২টি প্রতিষ্ঠান থেকে ১৯৫ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১৮৪ জন। অকৃতকার্য হয়েছে ১১ জন। প্রতিষ্ঠান দুটি থেকে কোন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করতে পারেনি। পাসের হার ৯৪ দশমিক ৩৬ ভাগ।

শাহারাস্তি উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ৬ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১ হাজার ৩৪৮ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ১৬৩ জন। অকৃতকার্য হয়েছে ১৮৫ জন। জিপিএ ৫ অর্জন করেছে ৭৭ জন।

পাসের হার ৮৬ দশমিক ২৮ ভাগ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ১০ টি প্রতিষ্ঠান থেকে ২৩১ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৭ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ২১০ জন। অকৃতকার্য হয়েছে ২১ জন পরীক্ষার্থী। পাসের হার ৯০ দশমিক ৯১ ভাগ।

কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল (বিএমটি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ টি প্রতিষ্ঠান থেকে ৫৩ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৫৩ জন। জিপিএ ৫ অর্জন করেছে ৫ জন। পাসের হার শতভাগ।

হাজীগঞ্জ উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ৯৫৬ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৯৮৬ জন। অকৃতকার্য হয়েছে ৯৭০ জন। জিপিএ ৫ অর্জন করেছে ১৩৪ জন। পাসের হার ৬৭ দশমিক ১৯ ভাগ।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ টি প্রতিষ্ঠান থেকে ৩৩৭ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৩১৭ জন। অকৃতকার্য হয়েছে -২০ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৪ দশমিক ০৭ ভাগ।

কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেসনাল (বিএমটি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ৪ টি প্রতিষ্ঠান থেকে ৪৯৭ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪৮১ জন। জিপিএ ৫ অর্জন করেছে ২৫ জন। পাসের হার ৯৬ দশমিক ৭৮ ভাগ।
কচুয়া উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ৯ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ১৮৫ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৭৩৮ জন।

অকৃতকার্য হয়েছে ৪৪৭ জন। জিপিএ ৫ অর্জন করেছে ১৩৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৫৪ ভাগ। মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ টি প্রতিষ্ঠান থেকে ৪২৫ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫০ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৪০৯ জন। অকৃতকার্য হয়েছে ১৬ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৬ দশমিক ২৪ ভাগ।

মতলব উত্তর উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ১৭৯ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৭৬ জন। অকৃতকার্য হয়েছে ১ হাজার ১০৩ জন। জিপিএ ৫ অর্জন করেছে ১১ জন। পাসের হার ৪৯ দশমিক ৩৮ ভাগ।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৬টি প্রতিষ্ঠান থেকে ১৭০ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১৪২ জন। অকৃতকার্য হয়েছে ২৮ জন পরীক্ষার্থী। পাসের হার ৮৩ দশমিক ৫৩ ভাগ।

মতলব দক্ষিণ উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ৭ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ১০৬৬ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫২১ জন। অকৃতকার্য হয়েছে ৫৪৫ জন। জিপিএ ৫ অর্জন করেছে ১১ জন। পাসের হার ৪৮ দশমিক ৮৭ ভাগ। মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্র হণ করে ৭ টি প্রতিষ্ঠান থেকে ২০৭ জন শিক্ষার্থী।

এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ১৯৭ জন। অকৃতকার্য হয়েছে ১০ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৫ দশমিক ১৭ ভাগ। কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেসনাল (বিএমটি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১ টি প্রতিষ্ঠান থেকে ৮৪ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৮৩ জন। পাসের হার ৯৫ দশমিক ১৭ ভাগ।

ফরিদগঞ্জ উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ১১ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৬৭৮ জন। অকৃতকার্য হয়েছে ৩৩৩ জন। জিপিএ ৫ অর্জন করেছে ১০৬ জন। পাসের হার ৮৩ দশমিক ৪৪ ভাগ।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ২৭ টি প্রতিষ্ঠান থেকে ৬৬০ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮৮ জন শিক্ষার্থী। বি পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৬৪৯ জন। অকৃতকার্য হয়েছে ১১ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৮ দশমিক ৩৩ ভাগ। কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল (বিএমটি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ২ টি প্রতিষ্ঠান থেকে ৭২ জন।

এরমধ্যে কৃতকার্য হয়েছে ৭০ জন। অকৃতকার্য হয়েছে ২ জন। জিপিএ ৫ পেয়েছে ১৯ জন। পাসের হার ৯৭ দশমিক ২২ ভাগ। হাইমচর উপজেলায়, এইচএসসি পরীক্ষায় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৩৩ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৩৫২ জন। অকৃতকার্য হয়েছে ১৮১ জন। জিপিএ ৫ অর্জন করেছে ৪ জন। পাসের হার ৭১ দশমিক ৮৫ ভাগ।

মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে ৩ টি প্রতিষ্ঠান থেকে ৯৬ জন শিক্ষার্থী। এরমধ্যে জিপিএ ৫ পেয়েছে ৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় কৃতকার্য হয়েছে ৯৩ জন।

অকৃতকার্য হয়েছে ৩ জন পরীক্ষার্থী। পাসের হার ৯৬ দশমিক ৮৮ ভাগ। কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় ভোকেশনাল (বিএমটি) থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১. ‘টি প্রতিষ্ঠান থেকে ৮৪ জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৬৭ জন। অকৃতকার্য হয়েছে ১৭ জন। জিপিএ ৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৯৫ দশমিক ২৩ ভাগ।

সম্পর্কিত খবর