মহসিন হোসাইন: মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চাঁদপুর সদর উপজেলা আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে সারাদেশে একযাগে এ ফল প্রকাশ করা হয়। এতে চাঁদপুর সদর উপজেলাধীন মোট ১৭টি মাদ্রাসার আলীম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।এদের মধ্যে রয়েছে- মান্দারী ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৩০জন। কৃতকার্য হয়েছে ২৩জন। জিপিএ ৫ পেয়েছে -২জন।
ছোট সুন্দর আল আমিন ছিদ্দিকিয়া আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ১৬জন, কৃতকার্য হয়েছে ১৫জন এবং জিপিএ ৫ পেয়েছে ২জন। রামপুর আদর্শ আলীম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ২১জন, কৃতকার্য হয়েছে ১৯জন। দাসদী ডিএসআইএস কামিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ২৬জন, কৃতকার্য হয়েছে ২৬জন এবং জিপিএ ৫ পেয়েছে ২জন।
ওচমানিয়া কামিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ৫৫জন, কৃতকার্য হয়েছে ৫১জন এবং জিপিএ ৫ পেয়েছে ৭জন। চাঁদপুরআহম্মদিয়া ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ২০জন, কৃতকার্য হয়েছে ২০জন এবং জিপিএ ৫ পেয়েছে ২জন। দক্ষিন দাসদী আলীম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ১৩জন, কৃতকার্য হয়েছে ১৩জন এবং জিপিএ ৫ পেয়েছে ২জন।
চান্দ্রা বাজার নূরিয়া ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ছিল ৫২জন, কৃতকার্য হয়েছে ৫২জন এবং জিপিএ ৫ পেয়েছে ৮জন। বাগাদী আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ৩৫জন, শিক্ষার্থী কৃতকার্য হয়েছে-২১ জন। জিপিএ ৫ পেয়েছে ১জন।
গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ২৪জন, কৃতকার্য হয়েছে ২৪জন। জিপিএ ৫ পেয়েছে ১জন। কামরাঙ্গা ফাজিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ২১জন, কৃতকার্য হয়েছে ১৯জন। হোসাইনপুর আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ১৫জন, কৃতকার্য হয়েছে ১১জন।
বিষ্ণুদী ফাযিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ৩৫জন, কৃতকার্য হয়েছে ৩৫জন, জিপিএ ৫ পেয়েছে ৮জন। ফরক্কবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ৩৬জন, কৃতকার্য হয়েছে ৩৬জন এবং জিপিএ ৫ পেয়েছে ৪জন। পশ্চিম সকদী আলিম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ২০জন, কৃতকার্য হয়েছে- ১০জন
শাহতলী কামিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ২২জন, কৃতকার্য হয়েছে ১৭জন এবং জিপিএ ৫ পেয়েছে ২জন।
ইশায়াতিল উলুম মাদ্রাসা মোট পরীক্ষার্থী ছিল ১১জন, কৃতকার্য হয়েছে ১১জন এবং জিপিএ ৫ পেয়েছে ১জন।
সর্বমোট পরীক্ষার্থী ছিল ৪৫২জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৪০৩জন। জিপিএ ৫ পেয়েছে মোট ৪৪জন। সদর উপজেলা মাদ্রাসা বোর্ডে মোট পাশের হার ৮৯.১৬%।