এক নজরে চাঁদপুর সদরে এইচএসসি পরীক্ষার ফলাফল

মহসিন হোসাইন : এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট ও শিক্ষা প্রতিষ্ঠানে সারাদেশে একযাগে এ ফল প্রকাশ করা হয়।

এতে ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী।

সে অনুযায়ী প্রকাশিত হলো চাঁদপুর সদর উপজেলাধীন স্কুল এন্ড কলেজের ফলাফল। এতে চাঁদপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানের ফলাফল নিম্নরূপ- চাঁদপুর সরকারি কলেজের ফলাফল বিজ্ঞান,মানবিক ও ব্যাবসায় শিক্ষা তিনটি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৬২৪জন, উত্তীর্ণ হয়েছে ৬১১জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৭জন। মোট পাশের হার ৯৭.৯২%।

চাঁদপুর সরকারি মহিলা কলেজের ফলাফল- বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় তিন বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৬৪৯জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ৬০৭জন এবং অকৃতকার্য হয়েছে ৪২জন শিক্ষার্থী। এদের জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী ২১০জন। মোট পাশের হার ৯৩.৫২%।

পুরাণবাজার ডিগ্রি কলেজের ফলাফল – বিজ্ঞান , মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় তিন বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৬শ জন। এরমধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৪৮ ও অনুত্তীর্ণ ১১জন। ১জন অনুপস্থিত ছিল। মোট জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী ৮জন। পাশের হার ৮১.৪৭%।

চাঁদপুর আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ফলাফল- বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় তিন বিভাগে মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৩৩৩জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে -২৯৮ ও অকৃতকার্য হয়েছে ৩৫জন শিক্ষার্থী। মোট জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী -৩৬জন এবং মোট পাশের হার- ৮৯.৪৯%। এছাড়া বিএমটি শাখা থেকে মোট পরীক্ষার্থী ছিল ২৯জন, উভয় কৃতকার্য হয়েছে এবং পাশের হার ১০০%।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের ফলাফল- বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় তিন বিভাগে মোট পরীক্ষার্থী ছিল ৩৪৭জন। এর মধ্যে ১জন অনুপস্থিত। কৃতকার্য শিক্ষার্থীদের সংখ্যা ৩০৩জন ও অকৃতকার্য হয়েছে ৪৩জন। মোট জিপিএ -১৫জন,মোট পাশের হার ৮৭.৫৭%।

শাহতলী জিলানী চিশতী কলেজের ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে মোট পরীক্ষার্থী ছিল- জিলানী চিশতী কলেজের মোট পরীক্ষার্থী ছিল-৯১জন, কৃতকার্য হয়েছে- ৫৫জন,পাসের হার-৬০.৪৪%। শহরের বাবুরহাট স্কুল এন্ড কলেজের মোট পরীক্ষার্থী ছিল -৫১০জন। কৃতকার্য হয়েছে ২৯৪জন এবং অকৃতকার্য হয়েছে ২১৬জন। পাশের হার ৫৭.৬৫%।

ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল- ২৩৪জন। এরমধ্যে কৃতকার্য হয়েছে ১৫১জন, অকৃতকার্য হয়েছে ৮৩জন। মোট জিপিএ ৫ পেয়েছে ১জন। খেরুদিয়া দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজ মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫৮জন এরমধ্যে কৃতকার্য হয়েছে ১৯জন মাত্র।

চাঁদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৮৮জন , মোট পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে ৫০জন চাঁদপুর সিটি কলেজ মোট পরীক্ষার্থী ছিল ৪০জন, মোট কৃতকার্য হয়েছে ১৩জন। কামরাঙা উচ্চ বিদ্যালয় ও কলেজ মোট পরীক্ষার্থী ছিল ৪৩জন, মোট পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে ২২জন।

এদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ভোকেশনাল থেকে ৬টি বিভাগে মোট পরীক্ষার্থী ছিল- ১৯৫জন। মোট পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে ১৮৪জন। মোট পাশের হার ৯৪%।

সম্পর্কিত খবর