শাহতলী কামিল মাদরাসায় আলিম পরীক্ষা সন্তোষজনক ফলাফল অর্জন

চাঁদপুর খবর রিপোর্ট: বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড ঢাকা’র অধীন চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় ২০২৪ইং সালের আলিম পরীক্ষায় ২জন জিপিএ৫ (এ+) সহ সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। পাশের হার শতকরা ৮৫ ভাগ।

১৫অক্টোবর (মঙ্গলবার) সারাদেশে একযোগে আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে আলিম পরীক্ষায় মোট ২০জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৭জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়। পাশের হার শতকরা ৮৫ ভাগ।

এর মধ্যে জিপিএ-৫ (এ+) গ্রেড পেয়েছে ২জন, এ গ্রেড পেয়েছে-৫জন, এ- গ্রেড পেয়েছে-৫ জন, বি গ্রেড পেয়েছে-৪জন, ডি গ্রেড পেয়েছে-১জন।

আলিম পরীক্ষায় জিপিএ-৫ (এ+) প্রাপ্ত শিক্ষার্থীরা হলো: ১। মাহমুদুল হাসান, পিতা-মো: ওমর ফারুক হোসেন খান, মাতা-মাকসুদা বেগম, তার বোর্ড রোলনং-১৭৮৬১৪ ২। মো: আব্দুর রহমান খান, পিতা-মো: শহীদ খান, মাতা-হাজেরা বেগম, তার বোর্ড রোলনং-১৭৮৬২১।

 

সম্পর্কিত খবর